কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ
সিরাজগঞ্জের জেলার অন্তগত শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের কুরশী ধীতপুর চরে চাঁদাবাজির উদ্দেশ্যে অবৈধ পশুর হাট পরিচালিত হচ্ছে।সরকারিভাবে কোন অনুমোদন না নিয়ে গত ২ বছর ধরে মসজিদের উন্নতির নাম করে গরু ক্রেতাদের কাছ থেকে হাসিল টোকেন বানিজ্য করে সপ্তাহে অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আয়েজ উদ্দিন।অনুসন্ধানে সিনিয়র ক্রাইম রিপোর্টাররে প্রতিবেদনে শাহজাদপুর উপজেলার সোনতনী, পৌরজনা, কৈজুরী, গালা সহ চৌহালী উপজেলার চরাঞ্চল। এখানে প্রাকৃতিক ভাবে উৎকৃষ্ঠ মানের কাঁচা ঘাসের ব্যাপক সরবরাহ থাকায় গরুর পাশাপাশি সহজে ভেড়া-ছাগল পালন করে লাভবান হয়ে থাকে কৃষকেরা। এসব গবাদী পশু ক্রয়-বিক্রির জন্য হঠাৎ করে গত ২ বছর ধরে সোনাতনী ইউনিয়নের কুরশী-ধীতপুর চরে বসানো হয়েছে পশুর হাট।
এই অবস্থায় সরকার হারাচ্ছে রাজস্ব আয় হারাচ্ছেন স্থানীয় সরকার এযেন এক চাঁদাবাজির নৈরাজ্য।
এলাকাবাসী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ দাবি করেছে। এদিকে উপজেলা প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবার কথা জানিয়েছে।