শেখ মোঃ হুমায়ূন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের নির্জন রাস্তায় এক কিশোরকে গলায় ছুড়ি চালিয়ে জবাই করে হত্যার পর, তার মরদেহ রাস্তায় ফেলে যায়। হত্যার শিকার হাবিবুর রহমান দুখু কিশোর (১৩) একজন অটো চালক বলে জানিয়েছেন স্থানীয় অটোরিকশা চালকরা। অটো চালক হত্যাকান্ডে রাত শেষে সকালেই গ্রেফতার দু’জন।
গ্রেফতারকৃত ঘাতক দু’জন হলো। মোঃ মিদুল ইসলাম (২১) শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মোঃ অহিদ মিয়ার ছেলে। সে পেশায় অটোরিকশা চালক তার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতো সে। অপরজন পরিকল্পনাকারী মোঃ আমিরুল ইসলাম (২৫) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বোররচর গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে উপজেলার জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে ভাঙ্গারি ব্যবসা করতো।
অটো রিকশাচালক হত্যাকান্ডের ঘটনায় ১০ ঘন্টা পর দুইজনকে সন্দেহভাজন হিসেবে ধরার পর জিজ্ঞাসাবাদের তথ্য নিশ্চিত করে গেফতার দেখানো হয় তাদেরকে।
(মামলার আয়ু, আবু জাফর মোল্লা, (আই সি) মাওনা পুলিশ ক্যাম্প শ্রীপুর থানা)
নিহত কিশোর হাবিবুর রহমান দুখু (১৩) সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার গাছগড়া গ্রামের মোঃ জাবেদ আলীর ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে নগরহাওলা গ্রামের ইঞ্জিনিয়ার সুলতান মাহমুদের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
গতকাল ০৫’ই জুন ২০২২ইং রবিবার রাত দশটার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের জৈনা বাজার টু গাজীপুর সড়কে ওই ঘটনা ঘটে।