জনশুমারি ও গৃহগণনা বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশে পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যাপকভিত্তিক পরিসংখ্যানিক কার্যক্রম । জনসংখ্যার হিসাব জনগণের আর্থ-সামাজিক ও জনমিতিক বৈশিষ্ট্যসমূহ বিস্তৃত গৃহ পরিসংখ্যান সরবরাহ করার পাশাপাশি এ শুমারির মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০- এর অর্জনসমূহ পর্যবেক্ষণের জন্য গ্রাম/মহল্লা পর্যায় পর্যন্ত মৌলিক তথ্যও সরবরাহ করা হবে । জাতিসংঘের গাইডলাইন অনুযায়ী জনশুমারি হচ্ছে একটি দেশ বা সীমানাবেষ্টিত অঞ্চলের সকল ব্যক্তির জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিষয় সম্পর্কিত সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ,সংকলন এবং প্রকাশের সার্বিক প্রক্রিয়া।
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ -র’এর মূল তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫-২১ জুন ২০২২ সময়ে পরিচালনা করা হবে । সেই লক্ষ্যে সারাদেশে ১ম ধাপে সুপারভাইজার ও গণনাকারীদের ৪জুন থেকে ৭ জুন পর্যন্ত ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে । শ্রীপুর উপজেলায় ১ম পর্যায়ে ৮টি ইউনিয়নে ১৬ টি ও শ্রীপুর পৌরসভায় ৭ টি মোট ২৩ টি কেন্দ্রে ৪দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৯৭৫ জন গণনাকারী ও ১৭০ জন সুপারভাইজার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । সঠিক ভাবে সঠিক নিয়মে যেন ডিজিটাল জনশুমারির তথ্য সংগ্রহ করতে পারে সেই লক্ষ্যে নিয়েই প্রশিক্ষণ করানো হয়েছে ।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা ক্যাম্পাজ কো-অর্ডিনেটর মোঃ স্বপন মাহমুদ বলেন সতেজ মন নিয়েই উপজেলার ইউনিয়ন ও পৌরসভার গণনাকারী ও সুপারভাইজার আনন্দের সাথে প্রশিক্ষণ কর্মশালায় ৪ দিন ব্যাপী অংশগ্রহণ করেছে ।