গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর)সকাল ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের ইসমাইলের একটি লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সকালে একটি লিচু বাগানে গাছের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।
পরে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহতের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে কেও তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।