স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়ায় কর্মরত সাংবাদিক জিয়াবুল হকের বাড়িতে পুলিশের বাঁধা উপেক্ষা করে একদল সন্ত্রাসী দফায় দফায় হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক, মহিলাসহ অন্তত ৮ জন কমবেশি আহত হয়েছে।
আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ সরে আসার সাথে সাথে সাংবাদিকের বসতঘরে লুটপাট ও ব্যাপক ভাংচুর চালায়।
ওই সময় সন্ত্রাসীরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবী করেছেন সাংবাদিক জিয়াবুল হক। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মঙ্গলবার সকালে ও দুপুরে দফায় দফায় চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত ৩ জনকে পুলিশ আটক করেছে বলে থানা সূত্রে জানা
গেছে, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে সাংবাদিক জিয়াবুল জানান।