আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:-সাতক্ষীরায় দ্রুতগতির এক মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারের পাশে অন্যর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম হেকমত আলী সরদার (৫৫), সে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত মনসুর আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেকমত আলী সরদার সকালে সাইকেল চড়ে বাড়ি থেকে মাধবকাটি বাজারে যাচ্ছিল। পথিমধ্যে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারের কাছে অন্যর মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান হেকমত আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।