রিয়াজুল ইসলাম ক্রাইম রিপোর্টার প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের তীর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানায়, সকালে কুমিরা গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে গরুর ঘাস আনতে গিয়ে কিছু লোক অর্ধগলিত মরাদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ওসি তদন্ত বাবলুর রহমান খান জানান, মরাদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৫। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।