আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৭৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার নলতা ইউনিয়নের সেহারা গ্রামের মৃত বশির আলী গাজীর ছেলে মোক্তার আলী গাজী (৫৪) ও দেবহাটা থানার দক্ষিণ সখিপুর গ্রামের নলিত সরকারের ছেলে শম্ভু সরকার (২৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার পাউখালি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন এলাকা থেকে বিশেষ কৌশলে মোটর ভ্যান এর বডিতে লুকিয়ে ভারতীয় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় থানার উপপরিদর্শক হাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক জিল্লুর রহমান নেতৃত্বে পুলিশ মোক্তার আলী গাজী ও শম্ভু সরকারকে আটক করেন।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সানা জানান, আটককৃতদের রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।