স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের খানপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় উভয় পক্ষের ৫ জন জখম প্রাপ্ত হয়েছে।
শুক্রবার (১৩ মে) সকালে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের খানপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে।
এব্যাপারে গুরুত্বর আহত মারুফ হোসেন ও মাসুদ হোসেন এর ভাই মশিউর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় এজাহার করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে মাসুদ ও মারুফ তাদের মৎস্য ঘের দেখাশুনার জন্য গেলে পূর্ব পরিকল্পিতভাবে দরবেশ মোল্ল্যার ছেলে আখের আলী, আহাদ আলী, আহাদ আলী’র ছেলে লিটন ও সাইদুর রহমান, আখের আলীর ছেলে আলতাফ খোকন, রিপন ও মিলন, ছাত্তারের ছেলে মিজানসহ অজ্ঞাত আরো ৪/৫ জন এসে রাম দা, চাইনিজ কুড়াল ও শাবল দিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা করে।
মাসুদ ও মারুফকে দফায় দফায় কুপিয়ে গুরুত্বর জখম করতে থাকায় তাদের ডাক চিৎকারে স্থানীয়দের মধ্যে সাকি, মনিরুল, আশরাফুল, রবিউলসহ অনেকেই এসে তাদের উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের উপর সন্ত্রাসী হামলায় দোষীদের গেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন এলাকাবাসী।