আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার তালায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সাংবাদিক শেখ ইমরান হোসেন ও সাংবাদিক সোহাগ হোসেন তালা হাসপাতাল রোডের জনতার ব্যাংক সংলগ্ন সাধু মার্কেটের বারান্দায় দাঁড়িয়ে মোবাইল ফোন মারফত পত্রিকা অফিসে কথা বলছিলেন, এ সময় হামলাকারী হারান সাধু সাংবাদিকদের উদ্দেশ্যে করে গালিগালাজ করতে থাকেন।
পরবর্তীতে উভয়ের কথাকাটাকাটির এক পর্যায়ে হারান সাধু সাংবাদিকদের উপর হামলা করে তাদের কাছে থাকা ক্যামেরাও মোবাইল ফোন ভাংচুর করে।
এ বিষয়ে সাংবাদিক শেখ ইমরান হোসেন হারান সাধুকে আসামী করে তালা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান সাংবাদিকরা একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে থানা হেফাজতে নিয়েছেন,
তিনি আরো জানান বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।