স্টাফ রিপোর্টারঃ সংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আকাঙ্ক্ষায়, মুক্ত মানুষের মুক্ত সমাজ গড়ার স্বপ্ন ও সংগ্রামের শপথ নিয়ে, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাতক্ষীরা জেলা সংসদের ৬ষ্ঠ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
শনিবার (১২ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধমে, সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ এর আয়োজনে ও উদীচী শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলন তামান্না জাবরিনের সঞ্চালনায় উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।
এসময় সন্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদীচী কেন্দ্রীয় সংসদ (ঢাকা) এর সহ-সভাপতি সুখেন রায়, উদীচী কেন্দ্রীয় নির্বাহী সংসদ (ঢাকা) এর সদস্য ও ঝিনাইদহ জেলা সভাপতি কে, এম শরিফুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সংসদ (ঢাকা) এর সদস্য ও যশোর জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ (সাতক্ষীরা), বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার (সাতক্ষীরা), জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুনর রশিদ প্রমুখ।
সম্মেলনে বক্তব্য রাখেন আবু আফফান রোজবাবু, কবি সংগঠক পল্টু বাসার, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক, আব্দুস সবুর বিশ্বাস, হেনরী সরদার, প্রমুখ।
অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন, অর্পা চক্রবর্তী, বিউটি চক্রবর্তী, সুমন মুখার্জী, চৈতালি মুখার্জী, মোঃ আজিজ, আবু আফফান রোজবাবু, আবৃত্তি করেন তামান্না জাবরিন।
দ্বিতীয় অধিবেশনে শেখ সিদ্দিকুর রহমানকে সভাপতি ও সুরেশ পান্ডেকে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটি ঘোষনা করা হয়।