আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে পুলিশ লাইন্স ড্রিল সেড প্রাঙ্গণে
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এর সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্), পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এ সময় বিদায়ী ৯৬ জন ছাত্র ছাত্রীদের বিদায় উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।