জেলা ব্যুরো সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে উপজেলার চান্দাইকোনা পাবনা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়-বাজারের দুলাল হাওয়ালদারের বেকারী থেকে দৈ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা পলাশ বীজ ভান্ডার,ইমন শেখের সার কীটনাশক দোকান , কেদার ধরের বেকারীসহ ৪টি দোকানের আগুন ছড়িয়ে পরলে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমানের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার পাশাপাশি এবং ক্ষতিগ্রস্থ দোকানের আশে পাশের দোকানের প্রায় কোটি টাকার মালামাল উদ্ধার করেছে।
অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে বলে জানান রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।