মোঃ রেজাউল করিম খান বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার “মেসার্স এন আমিন ট্রেডার্স ” ডাইং কারখানাটি পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার ( ইটিপি) বিহীনভাবে পরিচালিত হওয়ায় ফলে বর্ণিত এলাকার পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার ক্ষতিসাধন করে আসছিল। তৎপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কারখানাটি সরজমিন পরিদর্শন করে , সদর দপ্তর এনফোর্সেসমেন্ট শাখা’র প্রতিবেদন প্রেরণ করে। প্রতিবেদনের ভিত্তিতে ১৯ মার্চ, ২০২৪ খ্রীঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক (উপসচিব) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী ২ লাখ টাকার ক্ষতিপূরণ ধার্য্য করে।
এছাড়াও একই দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী দূষণ করায় বগুড়ার শেরপুর উপজেলাধীন এস আর কেমিকেলকে আরও ৫’ লাখ টাকা ক্ষতিপূণ ধার্য করে।পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল গফুর জানান পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।