পর্যটনে নতুন ভাবনা” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ,কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, পর্যটন মানুষকে ইতিহাস -ঐতিহ্যের বিষয়ে সচেতন করে। পাশাপাশি অর্থনীতিতে পর্যটন বিশেষ অবদান রাখে। পর্যটন আকর্ষণ বৃদ্ধি করে। এ জেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান ও নিদর্শন বা স্পট গুলো তুলে ধরার প্রয়োজন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সিরাজগঞ্জ প্রেসক্লাব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সভাপতি মোঃ হেলাল আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, মোঃ মাসুম বিল্লাহ, রিদওয়ান আহমেদ রাফি প্রমুখ।
এসময় ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহম্মেদ, বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ আবাসিক হোটেল মালিক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস,এম মজনুর রহমান, গুড নেইবার বাংলাদেশ এনজিওর ম্যানেজার মোশারফ হোসেন,জেলা ব্র্যাকের সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন, সুক এনজিওর নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, উপপরিচালক কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফ, খান মিষ্টান্ন ভান্ডার স্বত্বাধিকারি মোঃ বকুল খান,হোটেল তৃপ্তি এন্ড রেষ্টুরেন্ট পরিচালক মোঃ ওয়াজেদ আলী, হোটেল আরমানি রেস্তোরাঁ স্বত্বাধিকারি নজরুল ইসলাম, মানবমুক্তি সংস্থা এনজিওর পি সি মোহাম্মদ আবুল হোসেন সহ বিভিন্ন এনজিও বিভিন্ন হোটেলের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।