মোঃরেজাউল করিম খানঃ সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের নবীন শিক্ষার্থীকে।
বুধবার (২’রা মার্চ) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, স্মার্ট কার্ড বিতরণ, মুজিব জন্মশতবর্ষ স্মারক ফলক উন্মোচন, অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ বিজ্ঞানাগার উদ্বোধন করা হয়।
রায়গঞ্জে সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
জনাব মোঃ সিরাজুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ,সলঙ্গা) আসনের এমপি মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্বাস্থ্য শিক্ষা বিভাগ, নিপসন ঢাকা- ডাঃ হাফিজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তৃপ্তি কনা, জেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল-মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়সহ আরো অনেকে।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#