শনিবার, ১৮ মে ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
ঘোষনা
শ্রীপুর রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যমুনা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন মাসিক অপরাধ পর্যালোচনা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্তে সভা অনুষ্ঠিত যশোর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশে’র অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক, প্রাইভেট কার জব্দ। কালীগঞ্জে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত সোনারগাঁয়ে আ.লীগ নেতার বংশ উচ্ছেদের হুমকী, চেয়ারম্যান প্রার্থীকে শোকজ সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সোনারগাঁয়ে এমপি কায়সারকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মানব বন্ধন রাজশাহীতে ডাকাতির প্রস্তুতিকালে মূলহোতাসহ ১১ গ্রেপ্তার *বিএডিসি দত্তনগর কৃষি খামার যখন দুর্নীতির স্বর্গ স্থল* জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগর মতিহার থানা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় দিনে দুপুরে প্রকাশ্যে এক নারী গার্মেন্টস কর্মী কে কুপিয়ে হত্যা ঘটনার প্রধান আসামি গ্রেফতার ।

মোঃ সোহেল রানা
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার :আশুলিয়ায় দিনে দুপুরে প্রকাশ্যে এক নারী গার্মেন্টস কর্মী(৩০)কে কুপিয়ে হত্যা ঘটনার প্রধান আসামি ও হত্যাকারী ঘাতককে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

 

হত্যাকারী ওই গার্মেন্টস কর্মীর সাবেক স্বামী ছিলেন বলে জানায় র‍্যাব।

 

শনিবার ( ২২ এপ্রিল) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে র‍্যাব-৪, সিপিসি-২-কোম্পানীর অধিনায়ক,লেঃ কমান্ডার, রাকিব মাহমুদ খান।

 

এর আগে ১৯ এপ্রিল সকাল সাতটার দিকে গার্মেন্টস কর্মী কুইন আক্তারকে তাহার কর্মস্থলে যাওয়ার পথে, আশুলিয়া থানার জামগড়া এলাকায়, বাবুল হোসেন মন্ডল (৩৫) পিছন দিক থেকে ছুরি দিয়ে বুকে ও পেটে কুপিয়ে পালিয়ে যায়। এঘটনায় গার্মেন্টস কর্মীর কুইন আক্তারের মৃত্যু হয়, মৃত্যুর পর কুইন আক্তারের পিতা বাদী হয়ে হত্যাকারী বাবুল হোসেন এর নামে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

এই মামলার সূত্রধরে র‍্যাব-৪ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মিরপুর-১, কোটবাড়ী এলাকায় ২১ এপ্রিল রাত ১১টার দিকে অভিযান পরিচালনা করে কুইন আক্তার এর হত্যার প্রধান আসামি নওগাঁ জেলার মোঃবাবুল হোসেন মন্ডল (৩৫) কে গ্রেফতার করে।

 

র‍্যাব-৪ সিপিসি-২, কোম্পানী অধিনায়ক , লেঃ কমান্ডার, রাকিব মাহমুদ খান, বলেন গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুইন আক্তার’কে হত্যার কথা স্বীকার করেছে। এবং জানা যায়, বাবুল হোসেন এর সাথে ২০০৮ সালে মৃত কুইন আক্তার (৩০) এর বিবাহ হয় এবং তাদের ১০ বছরের একটি ছেলেও রয়েছে। তারা স্বামী স্ত্রী উভয়ই আশুলিয়া একই গামেন্টস চাকুরী করতেন। তাদের মাঝে দাম্পত্য কলহের কারণে মোঃ বাবুল হোসেন দ্বিতীয় বিয়ে করে। বিষয়টি জানতে পেরে ভিকটিম কুইন আক্তার তার স্বামী বাবুল হোসেনের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু বাবুল হোসেন তার সাথে যোগাযোগ রাখতে চাইলে সে সাড়া না দেওয়ায়, আসামী কুইন আক্তারের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়। এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামী কুইন আক্তারকে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

র‍্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991