বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

ঝিনাইদহের কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপের ধাক্কায় স্বামী ও স্ত্রী নিহত। আরো ২ জন আশংক অবস্থায় হাসপাতালে ভর্তি।

লালন মন্ডল, ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৯২ বার পঠিত
Exif_JPEG_420

 

 

ঝিনাইদহের কালীগঞ্জে মাছবোঝাই পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
মঙ্গলবার (২৮ মার্চ) ২৩ইং সকাল ৬ টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঝিনাইদহ সদর উপজেলার ৭ নং মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম সকালে ফজরের নামাজ পড়ে ভ্যানযোগে মেয়েকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ী থেকেরওনা দেন। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই পিকআপভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ভ্যানে চালকসহ তিন যাত্রী। সংবাদ পেয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
সেখানে সাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করলে পথে মধ্যে তাদের দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় ভ্যান চালক করিম ও নিহতদের মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
তবে পিকাপ গাড়িটি আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991