বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে, ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার ০২জন আটক।

লালন মন্ডল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৪১ বার পঠিত

 

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মরন নেশা ইয়বা জব্দ এবং দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। স্থানীয় মাদকদ্রব্য অফিস সূত্রে জানা যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে
উপকূলীয় জেলা কক্সবাজার টেকনাফ থেকে বাসে করে দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা পাচার করার উদ্দেশ্য ঝিনাইদহ জেলার উপর দিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঝিনাইদহ এর সহকারী পরিচালকের নেতৃত্বে রাত আনুমানিক তিনটার সময় বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে। সেসময় অভিযানিক টিমটি ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করে।
আনুমানিক ভোর ৪:২০ মিনিটে যাত্রীবাহী বাসের মধ্য হতে দুই ব্যক্তির দেহ এবং লাগেজ আইন অনুযায়ী তল্লাশি করে টেকনাফ এলাকার নূর মোহাম্মদের কাছ থেকে ৯৫০০ পিস ইয়াবা এছাড়া অপর মাদক কারবারি মোঃইমরান হোসেনের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা জব্দ করে।
দুজনের কাছ থেকে সব মিলিয়ে ১০০০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। জানা যায় আসামী ইমরান একটি বাস কোম্পানীর হেলপার।
এঘটনায় ভোর ০৫:০০ টার সময় সহকারী পরিচালক বাদী হয়ে জব্দ তালিকা তৈরি করে ঝিনাইদহ সদর থানায় আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এদিকে
ঝিনাইদহ থেকে এত বড় একটি ইয়াবা চালান উদ্ধার করাই স্থানীয় জনসাধারণ ঝিনাইদহ মাদকদ্রব্যের অফিসের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেন এবং তারা এরকম অভিযান চলমান রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991