ভালুকার বগাজান ঈদগাহ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ- ওয়াসিম খান ময়মনসিংহ জেলা বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকার বগাজান ঈদগাহ মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত (১৫ অক্টোবর) শনিবার বার দিনব্যাপী ঈদগাহ মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মেদুয়ারী ইউনিয়নের ১,২,৩, ইউপি সদস্য সভাপতি মোছাঃসালমা আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানাব মোঃআনোয়ার হোসেন আকন্দ ইউ-পি-সদস্য ৩ নং ওয়ার্ড । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান আকন্দ সভাপতি বাংলাদেশের যুবলীগ ৩ নং ওয়ার্ড. শওকত ওসমান আকন্দ সহকারী শিক্ষক লোহা বই উচ্চ বিদ্যালয়। জনাব মোঃ আবুল কাসেম আকন্দ বগাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় ,আঃ মালেক সভাপতি বগাজান পুরাতন মসজিদ, জনাব মমিনুল ইসলাম সহকারী শিক্ষক বগাজান সরকারি প্রাথমিক বিদ্যালয় , মোঃ সজিব মিয়া ছাএলীগ নেতা ৩ নং ওয়ার্ড রাকিবুল ইসলাম বিল্লাল হোসেন আকন্দ তোফাজ্জল হোসেন আকন্দ । অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনে আলোর প্রতিভা ইয়ুথ ক্লাব।, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।