রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন

বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 সাইফুল্লাহ নাসির,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩ উদযাপন উপলক্ষে ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা,নেতিবাচক সামাজিক প্রথার প্রকৃতি ও প্রভাব বিষয়ে বরগুনায় ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সী’র (এসডিএ) আয়োজনে বাংলাদেশ ইউএনএফপিএ ও বরগুনা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন। কর্মশালায় প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য প্রকল্পের কর্মসূচীসমুহ ও বাস্তবায়ন কৌশল জেন্ডার ভিত্তিক সহিংসতা,সহিংসতার ধরণ ও প্রভাব ও জেন্ডার পরিস্থিতি সামাজিক নেতিবাচক আচরণ পরিবর্তনে সোসিও-ইকোলজিক্যাল মডেলর গুরুত্ব জেন্ডার সমতা অর্জনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রচলিত/বিদ্যমান সামাজিক নেতিবাচক প্রথা/বার্তাসমূহ প্রচলিত/বিদ্যমান সামাজিক নেতিবাচক প্রথা/বার্তা সমূহ চর্চার ফলে সৃষ্ট সহিংসতা সমুহের ধরণ ও প্রকৃতি সংশ্লিষ্ট নেতিবাচক প্রথা/বার্তার পরিবর্তে কমপক্ষে একটি করে ইতিবাচক বার্তা তৈরী করা জেন্ডার বৈষম্য দূরীকরণে তথা নারী নির্যাতন প্রতিরোধে অত্র কর্মশালায় তৈরীকৃত ইতিবাচক বার্তা সমূহ প্রচার ও প্রসারে করনীয় বিষয়ে গ্রুপ ওয়ার্ক উপস্থাপন ও আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, তথ্য (আপা) কর্মকর্তা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক কর্মকর্তা, জেলা মহিলা সমিতির সদস্য, ইয়ূথ, সাংবাদিক, উপজেলা এনএনপিসি মেম্বার, এনজিও প্রতিনিধি, মাধ্যমিক শিক্ষক, মাদ্রাসা শিক্ষক ও কলেজের শিক্ষক, ডিজি এফপি ও ইউএনএফপিএ’র ফিল্ডঅফিসার লুৎফর রহমান অংশগ্রহন করেছেন। ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপনের অংশ হিসেবে বরগুনার পাঠশালা ট্রেনিং সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শ্রেনীপেশার মোট ৩০জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991