গাজীপুর জেলা প্রতিনিধিঃ একাধিক ডাকাতি ও অস্ত্র মামলায় আন্তঃজেলা ডাকাত দলের দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪ মার্চ ) দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর ও বেড়াইদেরচালা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কাঞ্চনপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে খলিল মিয়া(৪৯)।সে মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার চঞ্চলের বাড়ির ভাড়াটিয়া।অপরজন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মেঃ রাজিব(২৩)। গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে ডাকাতিসহ আরো তিনটি মামলা রয়েছে। অপর ডাকাত খলিলের বিরুদ্ধে রামপুরা থানায় অস্ত্রসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।
শ্রীপুর মডেল থানা পুলিশ পরিদর্শক অপারেশন গোলাম সারওযর জানান, এদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানাসহ দেশের অন্য জেলাও ডাকাতির ও অস্ত্র মামলা রয়েছে। সাতদিনের রিমান্ড চেয়ে আকটকৃত ডাকাতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।