স্টাফ রিপোর্টারঃ গাজীপুর টঙ্গীতে দৈনিক প্রতিদিনের সংবাদ এর টঙ্গী প্রতিনিধি সাংবাদিক মো.রবিউল ইসলাম ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর টঙ্গী প্রতিনিধি সাংবাদিক মো.রবিউল ইসলাম ও দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো. রায়হান এই দুই তরুণ সংবাদকর্মীকে প্রাননাশের হুমকি প্রদান করার অভিযোগ পাওয়া যায়। তরুণ কন্ঠ পত্রিকার সাংবাদিক রায়হান বলেন – অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকায় সংবাদ সংগ্রহকালীন সময়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে পুলিশের কথিত সোর্স রফিকুল ইসলাম বাবু উরফে র্যাব বাবু।
অপরদিকে দৈনিক প্রতিদিনের সংবাদের টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি রবিউল বলেন,গত ১৫ ফেব্রুয়ারি,টঙ্গীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি এই শিরোনামে দৈনিক প্রতিদিনের সংবাদের অনলাইন সংস্করণের সংবাদ প্রকাশ হয়। তারি জের ধরে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে সংবাদ করে স্টেশন রোড এলাকায় যাওয়ার পথে নৈমুদ্দিন মোল্লার রোড এলাকায় পৌঁছালে কথিত এই পুলিশের সোর্স গতিরোধ করে তার বিরুদ্বে সংবাদ প্রকাশ করলাম কেনো জানতে চেয়ে অকথ্য ভাষায় গালি গালাছ করে,এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা পরিত্যক্ত ইট দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে ও প্রাননাশের হুমকি প্রদান করে। দুই সাংবাদিকের পক্ষ থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এঘনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এবং তারা এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এবং দ্রুত ওই কথিত সোর্স কে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানান।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম ও পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাভেদ মাসুদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।