বুধবার, ০৮ মে ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের পিটিয়ে মাদক কারবারিকে ছিনতাই।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ১৬২ বার পঠিত

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩ কর্মকর্তাকে পিটিয়ে হ্যান্ডকাপসহ আটকককৃতকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়িরা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া হ্যান্ডকাপটি উদ্ধার করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তারা বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন।

আহতরা হলেন, অধিদপ্তরের সহকারী পরিদর্শক রতন চন্দ্র গোস্বামী, সিপাহী তাপস চন্দ্র বৈঞ্চম ও সাদ্দাম হোসেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় তেলিয়াপাড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি তোফানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তারা তোফানকে আটক করে নিয়ে আসার সময় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ি চক্র তাদের ওপর হামলা চালায়।

এ সময় তারা অধিদপ্তরের তিন কর্মকর্তাকে পিটিয়ে হ্যান্ডকাপসহ তোফানকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

রাত ৮টার দিকে তেলিয়াপাড়া বাগান থেকে ছিনতাই হওয়া হেন্ডকাপটি উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় চার মাদক ব্যবসায়ির নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এমদাদুল্লাহ। তবে গ্রেপ্তারের স্বার্থে আসামীদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991