আজ নায়ক ইমনের জন্মদিন। প্রতিবছর এই বিশেষ দিনে পরিবারের সঙ্গেই সময় কাটে তাঁর। কিন্তু এবারের জন্মদিনটি একটু ভিন্নভাবে উদ্যাপন করলেন। এবারই প্রথম জন্মদিনে ইমন অভিনীত কোনো সিনেমার ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। ট্রেলারটি হলো ‘আগামীকাল’ সিনেমার। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির পরিচালক অঞ্জন আইচ। আজ রাত আটটায় ইউটিউব ও ফেসবুক থেকে একসঙ্গে মুক্তি দেওয়া হয় ট্রেলার ও গান।
জন্মদিন উদ্যাপন নিয়ে ইমন বলেন, ‘জন্মদিনটা সব সময়ই পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করি। আগে বিভিন্ন সময়ে পরিচালক, প্রযোজকেরা বিশেষ আয়োজন করে জন্মদিন উদ্যাপন করতে চেয়েছেন। আমি রাজি হইনি। কিন্তু ৩ জুন আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে। ছবির প্রযোজক আমার জন্মদিনটি ধরেই ট্রেলার ও গান প্রকাশ করছেন। ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলন হচ্ছে। সেখানেও উপস্থিত ছিলাম।’ তিনি বলেন, ‘একসময় নায়ক হতে চাইতাম, গল্পের চাইতে নায়ক হওয়ার দিকেই আগ্রহ বেশি থাকত, এখন সিদ্ধান্ত বদলে ফেলেছি, শাকিব খানের পাসওয়ার্ড ছবিতে কাজের মধ্য দিয়ে অভিনেতা হওয়ার চেষ্টা করছি। এই ছবিতে আমি নায়ক না, আমি একজন অভিনেতা হিসেবে অভিনয় করেছি, গল্পের চরিত্র হিসেবে অভিনয় করেছি।’
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আগামীকাল’ ছবির পরিচালক অঞ্জন আইচ, নায়িকা সূচনা আজাদ, অভিনেতা টুটুল চৌধুরী, তারেক স্বপন, সংগীতশিল্পী কোনাল প্রমুখ।
পরিবারের সঙ্গে জন্মদিন উদ্যাপনের রীতি ভাঙার কারণ জানিয়ে ইমন আরও বলেন, ‘দেখলাম আমার জীবনের একটি বড় অংশজুড়ে আছে সিনেমা। এর জন্য জীবনে অনেক কিছুই ত্যাগ করেছি। ছবির প্রযোজক জন্মদিনে ট্রেলার ও গান প্রকাশের প্রস্তাব দেন। আমিও ভেবে দেখলাম, জীবনের বিশেষ দিনে সিনেমা নিয়ে কথা বলতে পারব, এটা কম কিসের। তাই রাজি হয়ে গেলাম।’
সারা দিন কাটাতে না পারলেও জন্মদিনের প্রথম প্রহরটি অবশ্য শুরু হয় পরিবারের সঙ্গেই। রাতে ইমনের স্ত্রী ও দুই ছেলে মিলে কেক নিয়ে আসেন। রাত ১২টা ১ মিনিটে সেই কেক কাটা হয়। ইমন বলেন, ‘খুব ভালো লাগছিল, কেক কাটার পর দুই ছেলে আমার মুখে প্রথম কেক তুলে দিয়েছে।’
জন্মদিন উপলক্ষে স্ত্রী ইমনের জন্য বিশেষ খাবারও রান্না করেছিলেন। ইমন বলেন, ‘আমার স্ত্রী পুডিং ও চিকেন বারবিকিউ খুব ভালো বানায়। জন্মদিন উপলক্ষে ওর বানানো পুডিং ও চিকেন বারবিকিউ খেয়ে বাসা থেকে বের হয়েছি।’