গাইবান্ধা জেলা ব্যুরো প্রধানঃ গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস
শ্রমিক ইউনিয়নের আয়োজনে বিশাল সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেশন সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এম পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড উম্মে কুলসুম স্মৃতি এম পি।
সোমবার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আমন্তিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মজিদ,গাইবান্ধা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম,পলাশবাড়ী শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন সহ অন্যান্যরা।
উল্লেখ্য,গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার প্রথম মেয়র জনাব গোলাম সরোয়ার প্রধান বিপ্লব বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং পৌরসভার প্যানেল মেয়র ও শ্রমিকনেতা আব্দুস সোবাহান কার্যকারিতা সদস্য নির্বাচিত হওয়ায় বিশাল এক সংবর্ধনা প্রদান করা হয়। শেষে সাস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেশ বরন্য ফোক সুপারস্টার বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বয়াতি ও স্থানীয় শিল্পীগণ।