শেখ মোঃ হুমায়ুন কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:-গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ২১’শে নভেম্বর ২০২২ইং সোমবার বিকেল সাড়ে তিনটায় স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর এর তত্ত্বাবধানে রাজেন্দ্রপুর সেনানিবাসহ বিপসট আন্তর্জাতিক বিল্ডিং সংলগ্ন মাঠে সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অভ্যর্থনাকারী হিসাবে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রোমান আলী টুসি, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও বিপসট এর কমান্ডেন্ট মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান সহ গাজীপুর জেলার উচ্চপদস্থ সামরিক/অসামরিক কর্মকর্তাগণ, আমন্ত্রিত রাষ্ট্রীয়/রাজনৈতিক অতিথিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাগণসহ প্রায় ৪৫০ জন অংশগ্রহণ করেন।
সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজেন্দ্রপুর ও গাজীপুর সেনানিবাসের জ্যেষ্ঠ অফিসার কমান্ড্যান্ট, বিওএফ আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং গাজীপুর জেলার সম্মানিত মুক্তিযোদ্ধাগণকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরিশেষে তিনি এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।