আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মাহবুব রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (২৪জুলাই) বিকেলে গোমস্তাপুর থানার হল রুমে নবাগত ওসি মাহবুব রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি, আব্দুস সালাম তালুকদার, সহ-সভাপতি এম এ সাদিক, সাধারণ সম্পাদক,সামিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক, আলাউদ্দিন পারভেজ ,দপ্তর সম্পাদক,সাহাদাত হোসেন,অর্থ সম্পাদক, কাবিরুল ইসলাম,সাংস্কৃতিক বিষায়াক সম্পাদক,আমিনুল ইসলাম সদস্য, সিরাজুল ইসলাম, তোহরুল ইসলাম, উত্তম কুমার, শাখাওয়াত হোসেন,কবির হোসেন,আব্দুল ওদুদসহ উপজেলার অন্যন্য প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় নবাগত ওসি মাহবুবুর রহমান বলেন এই থানায় আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল,বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং বন্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।