জ্বালানি তেল কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ার পর গাইবান্ধার পলাশবাড়ী বাজারগুলোতে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত কয়েকদিনে কেজিতে ১৫ থেকে ২০ টাকা করে বেড়েছে বিভিন্ন সবজির দাম। সেই সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দামও।
আজ মঙ্গলবার সকাল থেকে কালিবাড়ী বাজার ঘুরে দেখা গেছে, এই বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে। কমের মধ্যে আছে শুধু পেঁপের দাম। এক কেজি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে এই সবজি। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে অনেক ক্রেতাই কম বাজার নিয়ে বাসায় গেছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন, কম দামে কিনলে আমরাও কম দামে বিক্রি করতে পারি। ক্রেতাদের সঙ্গে দামদর করতে হয় কম। কিন্তু দাম বাড়ায় অনেক বেশি দামদর করতে হচ্ছে।
জানা গেছে, গত তিন দিনে বাজারে যেসব পণ্যের দাম বেড়েছে সেগুলোর মধ্যে লেবু, পটল ও করলা অন্যতম।
লেবুর দাম কয়েকদিন আগেও যেখানে ডজন ছিল ১০ টাকা, সেখানে আজ বিক্রি হচ্ছে ১৫ টাকায়। কেন দাম এত বাড়ল জানতে চাইলে বিক্রেতা মোজাহিদ মিয়া বলেন, এক সপ্তাহ আগে লেবুর ডজন বিক্রি করেছি ১০ টাকায়। অথচ এখন ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। কারণ, আগে বস্তা কিনতাম ৫০০ থেকে ৫২০ টাকার মধ্যে। আর এখন কিনতে হচ্ছে ১০০০ টাকায়।
তিনি আরও বলেন, কাঁচা কলার হালি কিনেছি ৮ টাকায়, এখন কিনছি ১২ টাকায়। বাংলাদেশে কোনো কিছুর দাম এক টাকা বাড়লে আমরা দেড় টাকা বাড়িয়ে দেই, কিন্তু এক টাকা কমলে আর কমাই না।
ব্যবসায়ীরা জানান, পটলের দাম আজকে হঠাৎ করেই বেড়ে গেছে। আমদানি কম থাকায় ২০ টাকা কেজির পটল সপ্তাহ ঘোরার আগেই ৪০ টাকা হয়ে গেছে।