নুর সাইদ ইসলাম,স্টাফ রিপোর্টার:
অদ্য ১৩ অক্টোবর ২০২২ নওগাঁর ধামইরহাট উপজেলায় আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সার্বিক সহযোগীতায় স্থানীয় শিশু,অভিভাবক, ধর্মীয় নেতৃত্ব,গ্রাম উন্নয়ন কমিটি সুশীল সমাজের প্রতিনিধির অংশগ্রহণে শিখন শিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ ঘটিকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রাম কনফারেন্স রুমে এলাকার হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন,শিশু সুরক্ষা,অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্য পুষ্টি স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরনে বিগত বছরের কার্যক্রমের সাফল্য অর্জন ব্যর্থতা তুলে ধরা হয় এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রনয়ণ চলমান কার্যক্রমে এলাকার জনগণের মতামত সুপারিশ পরামর্শ বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ডেনিশ তপ্ন,নাথান কুমার চৌকিদার, মুকুল বৈরাগী,জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজনিল মিতু,শারমিন আক্তার সুরভী।
শিশু,অভিভাবক,গ্রাম উন্নয়ন কমিটির মতামত ও দলীয় আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা প্রনয়ণ পরিমার্জন সংশোধন করা হয়,উক্ত দলীয় পরিকল্পনা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এরিয়া প্রোগ্রামের কাজের গতি কে আরো বেগবান ও তরান্বিত করবে বলে আশা করছেন আয়োজক গন।