এস এম রাকিব বগুড়া জেলা প্রতিনিধিঃ-বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে জেলার সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের নানাবিধ সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার, বগুড়া মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
কল্যাণ সভায় সেপ্টেম্বরে/২০২২ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ অর্জন ও চৌকস কার্য সম্পাদনের জন্য বগুড়া জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সদের মধ্যে ক্রেস্ট ও অর্থ পুরস্কৃত করা হয়। এছাড়াও সদ্য পিআরএল ছুটিতে গমনকৃত ৬ জন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
কল্যান সভা পরিচালনা করেন হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।