সংঘবদ্ধ চক্রের মূলহোতা নাছির উদ্দিন মোল্লা দেলোয়ারসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বাংলাদেশের বিভিন্ন জেলায় সিগারেটের গোডাউনে ডাকাতির সংঘবদ্ধ চক্রের মূলহোতা নাছির উদ্দিন মোল্লা দেলোয়ারসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নাছির বরগুনা জেলার আশকোনা থানার মৃত চান মিয়ার ছেলে। অপর দুজন হলেন, গাজীপুর জেলার কাশিমপুর উপজেলার সারদাগঞ্জ গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৫) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা এলাকার এলাঙ্গী গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহিদুল ইসলাম(৩৬)। শনিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন। এর আগে টানা তিনদিন ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে এসপি জানান, গত বছরের ২৯ নভেম্বর গভীর রাতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পৌরসভাস্থ নুনিয়াগাড়ীর মেসার্স উচ্ছ্বাস তরঙ্গ ট্রেডার্স ডাকাতির ঘটনা ঘটে। এদিন ওই ট্রেডার্স থেকে নগদ ৩ লাখ ৮ হাজার ৯৬ টাকা, একটি ৫০ হাজার টাকা মূল্যের কম্পিউটারের সিপিইউ, ২০ হাজার টাকা মূল্যের একটি প্রিন্টার, নাইট গার্ডের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ১০ লাখ ২৪ হাজার ৬৬২ টাকা মূল্যের ২৫ কার্টন সিগারেট ডাকাতির ঘটনা ঘটে। এছাড়া চলতি বছরের ২২ জানুয়ারি গভীর রাতে গাইবান্ধা পৌর এলাকার মাস্টারপাড়ার মেসার্স সবুর এন্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ ১০ হাজার টাকার সিগারেট চুরি হয়। এসব ঘটনায় পলাশবাড়ি ও সদর থানায় দুটি মামলা হয়। পরে ঘটনাগুলোর সূত্র ধরে গাইবান্ধা ডিবির উপপরিদর্শক (এসআই) বদরুজ্জামান মোল্লার নেতৃত্বে একটি টিম টানা তিনদিন ঝটিকা অভিযান চালিয়ে ঢাকা ও গাজীপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকাসহ একটি কম্পিউটার কি-বোর্ড উদ্ধার করা হয়। এসপি বলেন, ‘ডাকাতদের সংঘবদ্ধ একটি বড় চক্র রয়েছে। তারা বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জেলায় এই ধরনের ডাকাতি করে থাকে। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন থানা এলাকায় ৭-৮ টি করে মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন।’