মো.রবিউস সানী আকাশ স্টাফ রিপোর্টারঃ-লক্ষ্মীপুর সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালা্হউদ্দিন টিপু ঘূর্ণিঝড় সিত্রাং ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করেন।
মঙ্গলবার রাতে ২০ নং চররমনি ইউনিয়নের ভাসমান জেলে সম্প্রদায়ের ও পৌরসভার সুবিধা বঞ্চিত ১হাজার পরিবারের মাঝে চাল,ডাল,পেঁয়াজ,আলু ও তৈল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন
৭নং ওয়ার্ড় পৌর যুবলীগের সেক্রেটারী জয় রকি, ১২নং ওয়ার্ড় যুবলীগ আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ, ১৫ নং ওয়ার্ড যুবলীগ আহ্বায়ক মনির হোসেন, ১ নং উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি ছলিম, ২০ নং চর রমনি ২ নং ওয়ার্ডের, মেম্বার মনির হোসেন, বাবুল মাঝি, টুমচর সাবেক ইউপি মাফুজ মেম্বার সহ যুবলীগের নেতাকর্মীবৃন্দ।