নিজস্ব প্রতিবেদক:-জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার বিশেষ প্রতিনিধি ,বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠনের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি) কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ,সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র ,সাহসী কলম সৈনিক এস এম জসিম এর মমতাময়ী আম্মাজান গত ২৩শে এপ্রিল ২০২৩ ইং শনিবার রাত ১১:৩০ মিনিটে চট্টগ্রামের মেরিন সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এর আগে সাংবাদিক এস এম জসিমের আম্মাজান নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
হঠাৎ করে ১৭ই এপ্রিল ব্রেইন স্ট্রোক করেন।
চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
আইসিওতে তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা নেড়ে ২৩ এপ্রিল ২০২৩ ইংরেজি রোজ শনিবার ঈদের দিন রাত ১১.৩০মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ওনার মৃত্যুতে মাতৃজগত পরিবারের অভিভাবক জনাব খান সেলিম রহমান ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন।
সবাই দোয়া করবেন সাংবাদিক জসিমের মাতার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসীব করে দেন।