আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টার:- সাতক্ষীরা শহরে আকস্মিক আগুন লেগে পুড়ে গেছে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীশূন্য বাস।
শুক্রবার (০৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া আমতলা মোড়ে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া বাসটির হেলপার কবীর হোসেন জানান, রিজার্ভ হিসেবে বাগেরহাটে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে বাসটি (সিলেট-জ-১১-০৭২৯) সাতক্ষীরা-খুলনা সড়কের কাটিয়া আমতলা মোড়ে রাখা হয়। বাসটির সামনে একটি ট্রাকও দাঁড়িয়েছিল।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বাসটি পানি দিয়ে পরিষ্কার করছিলেন তিনি।
দরজা খোলা রেখে বালতিতে করে পার্শ্ববর্তী ট্যাপে পানি আনতে যান যাওয়ার কিছুক্ষণ পর বাসটিতে আগুনের কুণ্ডলী দেখে ছুটে আসেন তিনি।
স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর আগেই বাসটির ভেতরের সিট, ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।
বাসটির মালিক সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ জানান, আগামী ৩ ডিসেম্বর জেলা বাস মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বা বাসটির স্টাফদের রাখা মশার কয়েল অথবা শর্টসার্কিটের ফলে আগুন লাগতে পারে। তবে পুলিশ তদন্ত করে আগুন লাগার কারণ উদ্ঘাট করতে পারবে।
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, তদন্ত করে বাসে আগুন লাগার কারণ বের করার চেষ্টা চলছে।