সাভারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । সাভার এনাম মেডিকেলের অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান , এম পি । প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর কর্মময় জীবন ও তার সাহসিকতার কথা তুলে ধরেন এবং বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড মানুষের কাছে তুলে ধরার আহবান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা , সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনজুরুল আলম রাজীব , সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ আবদুল গণি ।