বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন

রাজশাহীতে ৭৯ কেজি গাঁজা উদ্ধারসহ ১ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৬২ বার পঠিত

ফারুক হোসেন রাজশাহী ব্যুরো প্রধান: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মোঃ আরমান হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

এসময় একটি মাইক্রবাস থেকে নামানো ৭৯ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন উলুরচর (নোয়াপাড়া) এলাকার মৃত আ: গফুরের ছেলে। সোমবার ৪ নভেম্বর দুপুর ৩টার দিকে চন্দ্রিমা থানার নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিৎ করেছেন। তিনি জানান,

গতকাল দুপুরে চন্দ্রিমা থানার একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নারিকেল বাড়ীয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাইক্রোবাস থেকে গাঁজার বস্তা নামাচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম নারিকেল বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আরমানকে গ্রেফতার করতে পারলেও মাইক্রোবাসসহ অপর দুই আসামি পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৭৯ কেজি গাঁজা উদ্ধার হয়।

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় গেছে, পলাতক আসামিদের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও কুমিল্লার থানায় মাদকসহ অন্যান্য আইনে ৭ টি মামলা রয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

তিনি আরও বলেন, গ্রেফতার আরমান ও দুইজনকে পলাতক দেখিয়ে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991