ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা র জন্মদিন উপলক্ষে দোয়া,এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দোয়া,বৃক্ষরোপণ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী’সহ তাঁর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়।
ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ছাত্রলীগ সভাপতি এম তৌহিদুল ইসলাম তরু বলেন,বাংলাদেশ ছাত্রলীগ সবসময় নতুন কিছু করার লক্ষ্যে কাজ করে তাই মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি সেই সাথে ৭৬টি বৃক্ষ রোপণ করেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
তিনি আরো বলেন,ইউরোপীয়ান ইউনিভার্সিটি একটি বড় টিম নিয়ে করোনা মহামারীর সময় থেকে গরীব দুঃখী এবং এতিম দের জন্য কাজ করে যাচ্ছে বলে জানান ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম তরু।আমাদের কাজের গতি আরো বৃদ্ধি করার জন্য খুব খুব শীগ্রই আমরা ভার্সিটির প্রতিটি ডিপার্টমেন্টে কমিটি ঘোষণা করবো বলেও জানান তিনি।দেশবাসীর কাছে তিনি মাননীয় প্রধানমন্ত্রী’র সুস্বাস্থ্যের জন্য দু’আ কামনা করেন।