রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান:- গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাব-১৩ এর একটি অভিযানিক দল যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করার সময় মাহাতাব মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে ৭৭ গ্রাম হিরোইন জব্দসহ আটক করেছে গাইবান্ধা র্যাব-১৩ ।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে র্যাব -১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়।
আটককৃত মাহাতাব মিয়া(৩৫) নামের ব্যক্তি সে রাজশাহীর গোদাড়ী উপজেলার মইশালবাড়ী আলীপুর গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ ক্যাম্পটির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করার এসময় পলাশবাড়ী থানাধীন বাঁশকটা এলাকার রংপুর-ঢাকা আন্ঞ্চলিক মহাসড়কে শিশির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চেকিং কালে এসময় সিটে বসে থাকা মাহাতাবের কাছে রক্ষিত সবজির ব্যাগের ভেতর থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ৭৭ গ্রাম হেরোইন জব্দসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাতাব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে।
আটককৃত মাহাতাবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।