শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

চট্টগ্রামে ১৬ মামলার আসামি আমীর হোসেন জীবন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৬ বার পঠিত

চট্টগ্রামে হত্যা,অস্ত্র,ডাকাতি,চুরি,মাদকসহ ১৬ মামলায় পলাতক এক আসামি গ্রেপ্তার করেছে র‌্যাব।আজ শনিবার এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।এর আগে গত বৃহস্পতিবার(১১ আগস্ট)নগরীর চান্দগাঁও থানাধীন সাবানঘাটা এলাকা থেকে আমীর হোসেন জীবন নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে হালিশহর,পাহাড়তলী এবং ডবলমুরিং থানায় হত্যা,অস্ত্র,ডাকাতি, চুরি,মাদকসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ১৬টি মামলা রয়েছে।

র‌্যাব-৭,চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন,নগরীর হালিশহর,ডবলমুরিং,পাহাড়তলী এবং আশপাশের এলাকায় হত্যা,অস্ত্র, ডাকাতি,চুরি,মাদকসহ বিভিন্ন অপকর্মের মূল হোতা ছিল জীবন।অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাস সৃষ্টি করে বলে স্বীকার করেছে।

তিনি আরও বলেন,জীবন এক এলাকায় অপরাধ করে গ্রেপ্তার এড়াতে আরেক এলাকায় গিয়ে আত্মগোপন করে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991