চাটখিলে ব্যবসায়ীকে হত্যার চেষ্টাকারী দীর্ঘদিন পালিয়ে থাকা আসামি সেই সামু অবশেষে গ্রেফতার।চাটখিল উপজেলার সোমপাড়া বাজারের ব্যবসায়ী রিয়াদ হোসেনকে হত্যার চেষ্টাকারী পলাতক আসামী কুখ্যাত সামছুল আলম সামুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।সোমপাড়ার রাত ১০ টার দিকে উপজেলার পুরুষোত্তমপুর থেকে তাকে আটক করে চাটখিল থানার উপ-পরিদর্শক রমজান আলী।
উল্লেখ্য যে ২০২০ সালের ২৮ ডিসেম্বর কুখ্যাত সামু সোমপাড়া বাজারের ব্যবসায়ী রিয়াদ হোসেনকে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে। এই ঘটনায় ওই সময়ে সোমপাড়া বাজার সহ চাটখিলের বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরী হয়। চাটখিল উপজেলা সদরে সামুর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করে ব্যবসায়ী ও সাধারন জনতা। কিন্তু দীর্ঘ দিনেও তাকে আটক করতে পারেনি পুলিশ।
এ দিকে সামুর গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী রিয়াদ হোসেন। তিনি তার উপযুক্ত ও দৃষ্টান্তমমূলক শাস্তি দাবি করেছেন।