দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলার সেনেরহাট,চৌমুহনী, এরশাদ মার্কেট এবং ঘাট মাঝির হাট বাজার এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন(২০০৯)এর আওতায় পণ্যের গায়েে মেয়াদ না থাকা,মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় সেনেরহাটে ওদুদ স্টোর,চৌমুহনীর পরিমল স্টোর,এরশাদ মার্কেটের হামিদ স্টোরসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ১০,০০০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া সরকারি রাস্তায় দোকানের মালামাল রাখার জন্য ঘাট মাঝির হাটের পারভেজ এন্ড ব্রাদার্স ও জননী স্টোর, চৌমুহনীর নেপাল স্টোর এবং তরমুজ ব্যবসায়ী বাদশাকে ৯,০০০/- টাকা অর্থদন্ড দেয়া হয়।
সহকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় আরো উপস্থিত সন্দ্বীপ থানা পুলিশের একটি চৌকষ দল।জনস্বার্থে প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এই বিষয়ে সরকারী কর্মকর্তা(এসিল্যান্ড) মোহাম্মদ মঈন উদ্দিন ব্যবসায়ীর প্রতি আহবান করে বলেন,আপনারা নিজ দোকানের সীমানায় মালামাল রাখবেন।কোন অবস্থায় রাস্তায় মালামাল রাখবেন না।কারন রাস্তায় মালামাল রাখা একটি দন্ডনীয় অপরাধ।