বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাইয়ার পাড়ার বদি আলমের মেয়ে তৌহিদা জন্নাত( ১৬)একই এলাকার মৃত কাছিম আলীর ছেলে বাচ্চু( ২১)যাওয়া আসার পথে বিয়ের প্রলোভনে প্রায় তিন মাস যাবৎ ধর্ষন করে অন্তঃস্বত্ত্বা হয় বলে জানান ঐ কন্যার মা।
এ ঘঠনা জানাজানি হলে স্থানীয় মেম্বার কামাল উদ্দীন মেয়ের চাচা এজাহারের বাড়ীতে শালীশি বৈঠক করে ৫ লক্ষ টাকা কাবিন নির্ধারন করে ১ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক হিসাবে ছেলেকে দেওয়ার জন্য দিন ও তারিখ ঠিক করে বিবাহ হবে মর্মে ২০ হাজার টাকা ছেলের হাত খরচের জন্য দেন বলে জানান মেম্বার কামাল।রমজানের পরে বিবাহ হওয়ার কথা থাকলে ও কেন মেয়েটি বিষ পান করল তাহা রহস্য জনক।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ কর্তব্যরত ডাক্তার নাজমুল হক বলেন গত রাত ১২ টায় তৌহিদা জন্নাত নামে একটি বিষ পান করা মহিলা এসেছিল পরীক্ষানিরীক্ষা শেষে অনঃ স্বত্ত্বা ছিল বলে জানান তিনি অবস্থার অবনতি দেখে চমেক জরুরি বিভাগে রেফার করা হয়।