ফারুক হোসেন ব্যুরো প্রধান: রাজশাহীতে অভিনব কৌশলে ভ্যানগাড়ীর পাটাতনের ভিতর ১৯৯ (একশত নিরানব্বই) বোতল ফেন্সিডিল সহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
রাজশাহীর র্যাব-৫,সদর কোম্পানি, একটি আভিযানিক দল গত ২৮ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রাত্রী-১৯.৪০ ঘটিকায় সময় ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গোন্ডগোহলী ইউপির অন্তর্গত নিমতলা বাজারস্থ পান্না মহুরী মার্কেট এর নাজমুল হোসেন এর মনোহারী দোকানের সামনে হইতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী: মোঃ জাহাংগীর ইসলাম (৪৩), পিতা- মো: নুরুল ইসলাম, মাতা- মোসা: হানিফা বেগম, সাং- নামাটোলা, ইউপি- চককুতি, থানা- শিবগঞ্জ , জেলা- চাপাইনবাবগঞ্জ এর হেফাজত হইতে তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর পাটাতনের ভিতর হইতে ১৯৯ (একশত নিরানব্বই) বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য), মাদক কারবারী কাজে ব্যবহৃত একটি পুরাতন ব্যাটারী চালিত তিনচাকা বিশিষ্টি ভ্যানগাড়ী এবং মাদক কারবারী কাজে ব্যবহৃত একটি পুরাতন নেভী ব্লু রংয়ের (আইটেল) বাটন মোবাইল ফোন (যাহাতে ০২টি সীম সংযুক্ত) উদ্ধার করে।
উল্লেখ্য যে, ধৃত আসামী উক্ত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ হইতে পুঠিয়া থানা এলাকায় নিয়ে আসিতেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, ধৃত আসামী উক্ত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ হইতে পুঠিয়া থানা এলাকায় নিয়ের আসছিলেন।
গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার পঠিয়া থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়।