মোঃ-রিয়াজুল ইসলাম আলম দেবহাটা উপজেলা প্রতিনিধিঃ- সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব ওয়াজেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) মোঃ আতিকুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস,এম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে,দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে,দেবহাটা থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি কাটারাইফেল ও ৭ রাউন্ড গুলি,২টি রামদা,সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৪ নভেম্বর) প্রথম প্রহর রাত্রি আনুমানিক ০০.৩৫ ঘটিকার সময় এস আই হাফিজুর রহমান ও এ এস আই মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার নোয়াপাড়া ইউনিয়নের দেবী শহর-গ্রামের মৃত অনিল স্বর্ণকারে পরিত্যক্ত বাড়ির পাশে আম বাগানে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১।মোঃ সরিফুল গাজী (৩৫) পিতা মোঃ ওমর আলী গাজী গ্রামঃনোড়ার চক থানাঃদেবহাটা,জেলাঃসাতক্ষীরা।
২।মোঃ কামরুল গাজী( ৫০)পিতা মৃত আবু বক্কার গাজী,গ্রামঃখলিশাখালি,থানাঃদেবহাটা,জেলাঃসাতক্ষীরা।
৩।মোঃ মুর্শিদ আলী সরদার(৫০)পিতাঃ আনছার আলী সরদার, গ্রামঃভাঙানমারি,কালিগঞ্জ,জেলা সাতক্ষীরাদেরকে ১ টি কাটারাইফেল ও ৭ রাউন্ড গুলি, ২টি রামদা,সহ গ্রেফতার করেছে।
দেবহাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ ওবায়দুল্লাহ জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে এ সংক্রান্তে দেবহাটা থানায় ১টি অস্ত্র মামলা (মামলা নং ৫) ও ১টি ডাকাতির মামলা (মামলা নং৬) রুজু করা হয়েছে ও শুক্রবার ৪ নভেম্বর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।