সাপাহার উপজেলার অন্তর্গত ৪নং আইহাই ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। এসময় আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাস্টারের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন ইউপি সচিব রোস্তম আলী। ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৪ লক্ষ ১৪ হাজার ৬২২ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ৭১ হাজার ৯১৮ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩৪ লক্ষ ১৪ হাজার ৬২২টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮২ হাজার ৩৩২ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৮৯ হাজার ৫৮৬ টাকা। ঘোষিত খসড়া বাজেটে কোনরূপ সংযোজন বিয়োজন না থাকায় সর্বসম্মতিক্রমে চুড়ান্ত বাজেটের জন্য পাশ করা হয়।
এসময় ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, গ্রামপুলিশ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।