বুধবার, ০৮ মে ২০২৪, ০৪:০৮ অপরাহ্ন

উত্তর হালিশহর থানাধীন এলাকায় চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত অসহায় মোঃ জাহাঙ্গীর আলম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃএস এম জসিম: চট্টগ্রামস্থ উত্তর হালিশহর গলিচিপা পাড়ায় ওসমান গনির বাড়ীর খরিদকৃত জায়গায় কাজ করতে গিয়ে চাঁদাবাজদের হাতে লাঞ্ছিত অসহায় মোঃ জাহাঙ্গীর আলম।

মৌজা ঃউত্তর হালিশহর থানা ঃহালিশহর
আর এস খতিয়ান নং ২৪৩০,
আর এস দাগ নং ১৩১,
বি এস খতিয়ান নং ৭৩১ বি এস নং ৪৯৭৪ এবং নাম জারি খতিয়ানের বি এস ২০১৫ দাগের ৪ শতকের আন্দর তিন শতক বাড়ি ভিড়ি ক্রয় করেন মোঃ
জাহাঙ্গীর আলম ।

ক্রয়কৃত বর্ণিত জমির উপরে সি ডি এ কর্তৃক অনুমোদিত বাড়ি নির্মাণ কাজ করিতে গেলে বিভিন্ন সময় বিভিন্নভাবে আসিয়া চাঁদা দাবি করেন চাঁদাবাজরা ।

প্রায় সময় মোঃ জাহাঙ্গীর আলম কে তাদের চাঁদার কথা বলতো তাদেরকে ম্যানেজ না করে চললে এলাকায় ঘরবাড়ি কেউ করতে পারে না ।

এখন করলেও কেউ শান্তিপূর্ণভাবে বসবাস করিতে পারেনা।

৩০ শে অক্টোবর ২০২৩ ইংরেজি দুপুর আনুমানিক বারোটা ত্রিশ ঘটিকায় মোঃ জাহাঙ্গীর আলম খরিদকৃত সম্পত্তিতে হঠাৎ ৫/৭ জন অবৈধ অনুপ্রবেশ করে জাহাঙ্গীর আলমের উপর খিল ঘুসি মেরে আঘাত করে।

জাহাঙ্গীর আলম জানান যারা তার কাছ থেকে চাঁদা চেয়েছেন তাদের মধ্যে প্রথমজন মোঃ ইলিয়াস ৪৫ পিতা মৃত মিয়া খাঁ ।
মোহাম্মদ আলাউদ্দিন ৪৫ পিতা অজ্ঞাত
মোহাম্মদ মহিউদ্দিন ৪২ পিতা মৃত মোঃচুন চুন খা‍।
মোঃ করিম চৌধুরী ৩৮ পিতা মৃত আমাদুল হক চৌধুরী।

তাদের সাথে অজ্ঞাত নামা আরো ৬/৭ জন জাহাঙ্গীর আলমের জায়গায় জোরজবস্তি করে নির্মাণ সামগ্রী ভাংচুর করে ক্ষতি সাধন করে ।

এমনকি জাহাঙ্গীর আলমকে হুমকি দেন যেখানেই পাবে চাঁদা না দিলে তাকে খুন করিয়া লাশ গুম করা হবে ।।

তখন জাহাঙ্গীর আলম মামলা দায়ের করার জন্য থানায় গিলে থানা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেন জাহাঙ্গীর আলমকে।

জাহাঙ্গীর আলম আইনের প্রতি শ্রদ্ধাশীল ।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম একজন প্রবাসী। তিনি সারা জীবনের সঞ্চয় দিয়ে জায়গাটি খরিদ করেন ।

এই জায়গা নিয়ে নানার হয়রানি শিকার হন মোঃ জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরাবর একটি ফৌজদারী অভিযোগ দায়ের করেন ।

সি .আর মামলা নং৫৫৪/ ২০২৩ ইং (হালিশহর)

স্থানীয় প্রশাসন, সহ সকলের সহযোগিতা কামনা করে ন্যায় বিচারের জোর দাবি জানিয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991