শনিবার, ১১ মে ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

কুষ্টিয়ায় মিরপুর পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

 

মোঃ জহুরুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া পুলিশ সুপার এর নির্দেশনায়,মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ মিরপুর থানা এর তত্ত্বাবধানে কুষ্টিয়ার মিরপুরে ৫০০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ মিরপুর থানা পুলিশ।মঙ্গলবার(১৪ নভেম্বর) দুপুর দুইটার সময় কুষ্টিয়া মেহেরপুর সড়কের ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আসামিকে আটক করা হয়।আসামি মোঃসিরাজুল ইসলাম (৩৮) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়রামপুর এলাকার মৃত মনসুর আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার মিরপুর থানার কাতলামারী এলাকা থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে কুষ্টিয়া সদরে মাদক নিয়ে যাচ্ছিল এক মাদক কারবারি।এ সময় থানার ওসি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে নওদাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ।পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামীকে আটক করে মিরপুর থানা পুলিশের অভিযানিকদল।এ সময় আসামীর হাতে থাকা একটি ব্যাগ থেকে ৫০টি বান্ডিলে সর্বমোট পাঁচ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।যাহার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা বলে জানা যায়।উক্ত অভিযানে উপস্থিত ছিলেন মিরপুর থানার এসআই সুফল সরকার,এসআই অসিত কুমার ও এএসআই শাজাহান সঙ্গীয় ফোর্স।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মিরপুর থানাতে মাদক মমলা হয়েছে।এ বিষয়ে কুষ্টিয়া থানার অফিসার ইনচার্জ মো:রফিকুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিষয়ে জিরো ট্রলারেন্স ঘোষনা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রনালয় ও হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক,আমাদের কুষ্টিয়া

জেলা পুলিশ সুপার স্যারের কঠোর নির্দেশনা মোতাবেক সকল সময় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি,তাই আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা মাদক মুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় বদ্ধপরিকর।মাদক ব্যবসায়ী যেই হোক,তাদের সাথে কোন আপোষনেই।কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবেনা।উপযুক্ত তথ্য মোতাবেক এমন অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন মিরপুর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২১ দৈনিক মাতৃজগত    
কারিগরি সহযোগিতায়ঃ Bangla Webs
banglawebs999991