শেখ মোঃ-হুমায়ুন কবির সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- গাজীপুরের শ্রীপুরে ৬৫ বোতল বিদেশি মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২০অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড গ্রামের বর্ণমালা মোড়ের শাহজাহান কন্টাক্টর ছেলে।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই মামুনুর রশিদ জানান। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এর নির্দেশক্রমে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণমালা মোড়ের, রাস্তার পাশে সোনিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভেতরে অভিনব কায়দায়, পাটের বস্তার ভিতরে লুকিয়ে রাখা ৬৫ বোতল বিদেশি মদ সহ জাহাঙ্গীর আলম (৩৮) কে গ্রেফতার করা হয়। যার বাজার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার ৫’শ টাকা।
সে দীর্ঘদিন যাবৎ ওয়ার্কশপের ব্যবসার আড়ালে,মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
মোঃ জাহাঙ্গীর আলম (৩৮), পিতা-শাহজাহান, স্থায়ী: গ্রাম- কেওয়া পশ্চিমখন্ড (বর্ণমালা মোড় ), উপজেলা/থানা- শ্রীপুর, জেলা -গাজীপুরকে ৬৫ (পয়ষট্টি) বোতল বিদেশী মদ সহ ধৃত করিয়া থানায় হাজির হইয়া এজাহার দায়ের করলে শ্রীপুর মডেল থানার মামলা নং-২৪, তাং-২১/১০/২০২২ খ্রি:, ধারা-৩৬(১) সারণির ২৪(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
শুক্রবার (২১ অক্টোবর) সহকারী পুলিশ সুপার(কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন বলেন, গ্রেফতার হওয়া মাদক কারবারিকে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামীকে পর্যাপ্ত পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।